Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

আমাদের উদ্দেশ্য (Mission)

 

সঠিক ও মানসম্মত এবং সময়ানুগ পরিসংখ্যান সরবরাহ।

নীতিনির্ধারক, পরিকল্পনাবিদ, গবেষক ও সিদ্ধান্ত গ্রহণকারী গণের চাহিদা মাফিক উপাত্ত পরিবেশন।

প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি।

পেশাদারিত্ব প্রতিষ্ঠা।

 

আমাদের েবা সমূহ (Services)

 

উপজেলা পর্যায়ে প্রতি দশ বছসর অন্তর (১) আদমশুমারি (২) কৃষিশুমারি এবং(৩) অর্থনৈতিক শুমারি পরিচালনা।

বিভিন্ন  ফসলের উছপাদন ও ফসলাধীন জমির পরিমাণ এবং ভূমি ব্যবহার সংক্রান্ত পরিসংখ্যান প্রস্তুত ও সদরদফতর কর্তৃক প্রকাশ অন্তে চাহিদা মাফিক সরবরাহ।

মাসিক ভিত্তিতে উপজেলার কৃষি শ্রমিকদের মজুরির হারপ্রস্তুত।

চাহিদা মাফিক বিভিন্ন শুমারি ও জরিপের তথ্য সমূহ (Findings) সরবরাহ।

জনসংখ্যার সনদ প্রদান।

সদর দফতরের মাধ্যমে উপজেলার আর্থ-সামাজিক পরিস্থিতি সম্পর্কিত জরিপ পরিচালনা।

 

আমাদের গ্রাহক/সেবা গ্রহণকারী (Users)

সরকারি/বেসরকা রিসংস্থা

নীতি নির্ধারক, পরিকল্পনা বিদ ও গবেষক

শিক্ষক-শিক্ষার্থী

 

আমাদের প্রত্যাশা (Expectations)

তথ্য প্রদানকারী ও উপাত্ত ব্যবহারকারীদের নিকট থেকে সহযোগিতা মূলক মনোভাব।

তথ্য সংগ্রহকারীগণকে স্বল্পতম সময়ের মধ্যে সঠিক তথ্য/উপাত্ত প্রদান।

পরিসংখ্যানের মান বৃদ্ধি কল্পেপাঠক/ব্যবহারকারীগণের নিকট থেকে গঠন মূলক পরামর্শ।

 

অভিযোগ ও পরামর্শ (Complaints & Suggestions)

সেবা সংক্রান্ত অভিযোগ বা পরামর্শ গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়।সম্মানিত গ্রাহকগণের কোনো অভিযোগ, পরামর্শ বা জিজ্ঞাসা থাকলে তা নিম্নোক্ত কমকর্তা’র নিকট প্রেরণ করতে পারেন:

                  পরিসংখ্যান কর্মকর্তা (অঃদাঃ)

                    পোরশা, নওগাঁ।

                     সেলফোন: +৮৮০১৭২২৪৫৫৭১৮

                     ই-মেইল: bbsporsha@gmail.com